Tuesday, July 24, 2018

চুমু বিভ্রাট


ছবি দেখিনি, পড়েছি আমি কাগজে
চুমু নাকি এক বৃষ্টিতে গেছে ভিজে
এই ঘটনায় লঙ্কা কাণ্ড বেঁধেছে
কোন সাহসে চুমু বাইরে এসেছে?
পক্ষে বিপক্ষে মিটিং মিছিল চলছে
জনসভা করে নেতা নেত্রীরা বলছে
বৃষ্টির জলে চুমু পাক নব প্রাণ
বাংলার ঘরে ভালবাসার হোক স্থান

দুবনা, ২৪ জুলাই ২০১৮ 
 
 
 

No comments:

Post a Comment