Thursday, July 12, 2018

ক্ষমতা

গণতন্ত্র বৃদ্ধ অতি
শরীরটা তার দুর্বল
সইতে এখন পারেনা সে
মিটিং মিছিলের ধকল

শাসকেরা রাখে তারে
লোক চক্ষুর আড়ালে
মানুষ ভাবে গণতন্ত্রকে
রাখা হয়েছে জেলে

মানুষ পুলিশ যুদ্ধে নামে
গণতন্ত্র রক্ষায়
সেসব দেখে গণতন্ত্র
ভীষণ রকম ভয় পায়

গণতন্ত্র সমাজতন্ত্র
সব তন্ত্রই ভাওতা
এসব শুধুই কথার কথা
আসল কথা  ক্ষমতা

দুবনা, ১২ জুলাই ২০১৮ 




No comments:

Post a Comment