আচ্ছা,
একটা ছাত্রকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশুনা করাতে কত খরচ হয়? বাবা-মা তো খরচ
করেনই, তবে মূল খরচটা করে রাষ্ট্র। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে
শিক্ষকদের বেতনসহ বিভিন্ন খাতে হয় সে খরচ। রাষ্ট্রের ইনভেস্ট করার মূল লক্ষ্য এরা
পড়াশুনা করে পরবর্তীতে বিভিন্ন কাজের মাধ্যমে দেশের সেবা করবে। সে অর্থে প্রতিটি
ছাত্রছাত্রীই দেশের সম্পদ। এই দেশের সম্পদ যারা নষ্ট করেন তারা কি? রাষ্ট্রদ্রোহী
নয় কি? যারা ভাবেন ভিন্ন মতবাদে বিশ্বাসী ছাত্রদের হাতপা বা মেরুদণ্ড ভেঙ্গে শুধু
ওই মানুষটারই ক্ষতি করছেন, তাদের বলি আপনারা আসলে এভাবে দেশের মেরুদণ্ড ভাঙছেন,
দেশকে পঙ্গু করছেন। এটা আর যাই হোক, দেশপ্রেম নয়।
No comments:
Post a Comment