বাংলাদেশকে সরকারীভাবে
বেশ কিছুদিন আগেই ডিজিটাল ঘোষণা করা হয়েছে, তবে নির্বাচনী প্রতীক দেখলে মনে খটকা
লাগে। কী নৌকা, কী ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা, কাস্তে, মই – এ সবই আমাদের
কৃষি নির্ভরতার কথাই মনে করিয়ে দেয়। ইদানীং পত্র পত্রিকা দেখলে মনে হয় ধানের শীষ, লাঙ্গল,
দাঁড়িপাল্লাসহ অনেকেই হয় নৌকায় উঠতে ব্যস্ত, অথবা নৌকার মাঝিরা কাস্তে, মই এসবও
নিজেদের নৌকায় তুলতেই আগ্রহী। অর্থাৎ কৃষি সামগ্রী ভরা এই নির্বাচন বৈতরণী পার হতে
অনেকেই নৌকায় ওঠাই নিরাপদ মনে করছেন বা করানো হচ্ছে। কিন্তু প্রশ্নটা হল সুপার
জেট, অসেয়ানিক লাইনার, রোলস রয়েস চড়ে অভ্যস্ত মন্ত্রী আর পারিষদদের নিয়ে নৌকার ভরাডুবি
হবে নাতো? সবাই যেখানে যাত্রী, বৈঠা বাওয়ার লোক যেখানে দুরবীন দিয়ে খুঁজতে হয় এক কাণ্ডারি
পারবে কি তরী পাড়ে ভেড়াতে?
দুবনা, ২৯
জুলাই ২০১৮
No comments:
Post a Comment