Tuesday, July 31, 2018

সময়

২০১১ সালের ১৩ আগস্ট তারেক মাসুদ আর মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় মারা গেলে বিক্ষোভে ফেটে পড়েছিল মানুষ। আজ সাত বছর পরে তারই পুনরাবৃতি ঘটছে। তখন সরকার পারেনি সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে, আজও ব্যর্থ হচ্ছে। একটা সময় আসে, যখন "Today is too early, tomorrow will be too late" হয়ে দাঁড়ায়। কেউ কেউ বলবেন অন্যেরা ছাত্রদের উস্কানি দিচ্ছে। আপনারা কি দিতেন না? রাজনৈতিক দলের কাজই এটা, প্রতিপক্ষের দেওয়া যেকোনো সুযোগ কাজে লাগিয়ে তাকে ঘায়েল করা। তাই অন্যদের দোষারোপ না করে নিজেদের ভুলগুলো খুঁজুন। ব্যবস্থা নিন। মানুষ কিন্তু নিজের ভুলের মাসুলই দেয়।

দুবনা, ৩১ জুলাই ২০১৮ 


No comments:

Post a Comment