Wednesday, July 4, 2018

দৈত্যের জন্মোৎসব

রাজার বিশাল বপু মহা আয়োজন
জন্মদিনে রাজার সব প্রয়োজন
মন্ত্রী নাচে প্রজা নাচে নাচে সুধী জন
এ শুধু রাজা নয়, এ যে মহাজন
উন্নয়ন ধার আশা স্বপ্ন নিরাপত্তা
সব দেবে বিনিময়ে নেবে স্বাধীনতা
রাজা অতি শক্তিশালী সবাই নিরুপায়
ইচ্ছা অনিচ্ছায় তাই আনন্দে লাফায়।

দুবনা, ০৪ জুলাই ২০১৮ 
 
 
 

No comments:

Post a Comment