Sunday, July 22, 2018

একাকীত্ব



কে বলেছে একাকীত্ব অসহ্য শূন্যতা
একাকীত্ব – সে এক অস্বাভাবিক স্বাধীনতা
যেমন খুশি তেমন ভাব, যেমন খুশি বল
যেই দিকেতে দুচোখ যায় সেই দিকেতেই চল
নিখাদ এই স্বাধীনতা দামটা তাই চড়া
নিখাদ বলেই একে দিয়ে কঠিন কিছু গড়া
গড়তে চাইলে স্বাধীনতায় দিতে হয় যে ভাগ
সাথে আসবে মান-অভিমান, ভয়, রাগ-অনুরাগ  
তারপরেও একা হলে নেইকো কোনই ক্ষতি
জীবন পাবে নতুন মাত্রা, চলা নতুন গতি
সবাইকে ডাকবে সাথে না দিলে কেউ সাড়া
একলা তুমি এগিয়ে চল বেগে পাগল-পারা

দুবনা, ২২ জুলাই ২০১৮











No comments:

Post a Comment