Thursday, July 26, 2018

নির্বাচন


আচ্ছা, "নির" ব্যাপারটা অনেক ক্ষেত্রেই তো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, যেমন নিরর্থক, নিরাপদ ইত্যাদি। বাচন যদি বলা হয়, নির্বাচন তো চুপ করে থাকা। কিন্তু বাস্তবে এ সময়ই সবাই যার পর নাই গলাবাজি করে। ব্যাপারটা কি?

আরে, এ তো সোজা হিসাব। নির্বাচনে ব্যাকরণ না মেনে গলাবাজি করে বলেই তো নির্বাচনের পরে এরা সব মৌন আর বধির হয়ে যায়। কেউ কেউ শুনি চোখের রোগেও ভোগে, কাছের লোক ছাড়া কাউকে দেখতে পায় না। তবে আশার বিষয় এই যে এটা সিজনাল রোগ। নতুন নির্বাচন এলেই এরা আবার বসন্তের কোকিলের মত সরবে গেয়ে ওঠে।

দুবনা, ২৬ জুলাই ২০১৮ 


No comments:

Post a Comment