Monday, July 23, 2018

চলো

বৃষ্টির মত ঝরে পড়ছিল
আকাশের সব তারা
চাঁদের আলোয় বন্যায় তারা
হয়েছিল দিশেহারা
বনে গিয়ে চল কুড়িয়ে আনি
আকাশের তারাগুলো
চোখে চোখ রেখে তুমি বলেছিলে
"চলো!"

দুবনা, ২৩ জুলাই ২০১৮ 
 
 
 

No comments:

Post a Comment