আগে ছিল রাজা প্রজা। এখন প্রজা নেই আছে জনগণ। এক বিমূর্ত আইডিয়া জনগণ যার
ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, শীত নাই, গ্রীষ্ম নাই। এই জনগণ থাকলেই কী আর না
থাকলেই কী! আসল কথা রাজা, তা সে যে রাজাই হোক না কেন - দেশের, শহরের,
মহল্লার, গ্রামের। এমন কি রাজা কনডম হলেও আপত্তি নেই। রাজা বলে কথা। হায়রে
ক্ষমতা!
দুবনা, ৩১ জুলাই ২০১৮
দুবনা, ৩১ জুলাই ২০১৮
No comments:
Post a Comment