Sunday, July 29, 2018

গুগলের চোখ



আজ বিকেলে স্পেশালি গেলাম দুবনা ব্রীজের ছবি তুলতে। বাসা থেকে বেরিয়েছি, দেখি গুলিয়া ফিরছে। বললাম, চল এক ঘণ্টা পরে ভলগায় যাব। কেন? ছবি তুলতে। আমার ছবি তুলবে? না, ব্রীজের। জানি না, ও কি ভাবলো। তবে পরে মনে হোল এভাবে না বললেও চলত।
রাতের খাবার খেয়ে কুকুর নিয়ে দুজন গেলাম ব্রীজের গোড়ায়। ভাগ্য ভাল। একটা জাহাজ চলে এল এরই মধ্যে। বেশ কিছু ছবি তুললাম। আমি সাধারণত ক্যামেরা সাথে থাকলে স্মার্টফোনের কথা ভুলে যাই। তবে আজ মনে পড়লো। তাই কিছু ছবিও তুললাম। এবং যথারীতি ভুলেও গেলাম। কিছুক্ষন আগে গুগলে ঢুকে দেখি একটা মেসেজ। স্মার্ট ফোনে তোলা ছবিটা ওরা এডিট করে আমাকে পাঠিয়েছে। এভাবে চলতে থাকলে কয়েক দিন পরে গুগল হয়তো আমার হয়ে খেয়ে নেবে, কাউকে ভালবাসবে। একেই বলে স্বাধীনতা?

দুবনা, ২৯ জুলাই ২০১৮



No comments:

Post a Comment