Monday, July 30, 2018

মৃত্যুকর

এভাবে যদি রাজনীতি চলে
আসবেই সে জামানা
গাড়ির চাপা পড়লে তোমায়
দিতে হবে জরিমানা
তুমি যদি মর দায়ী হবে তাতে
পিতা অথবা সন্তান
রাজা মন্ত্রীর হাসি নিয়ে হাসি
কার ঘাড়ে কটা গর্দান
ভ্যাটের সাথে জনকল্যাণে
আসবে মৃত্যুকর
ভয়ে যদি কিছু জীবন বাঁচে
যদি আসে শাপে বর
একেই বলে প্রজার শাসন
এটা নাকি গণতন্ত্র
সবার চোখে ধুলো দেওয়ার
এ যে এক মহামন্ত্র

দুবনা, ৩০ জুলাই ২০১৮ 
 
 
 
 

No comments:

Post a Comment