সে রাতে আমাদের আর বনে যাওয়া হয়নি
অপেক্ষায় ক্লান্ত তারাগুলো কখন যে হারিয়ে গেছে
ভোরের আলোয়।
ঠিক যেমনটা ভুতেরা পালিয়ে যায়
সূর্যের প্রথম আলোর রেশে!
কী যাদুকরী শক্তিই না ছিল সেই “চলো”য়!
স্বপ্নের ঘোরে কেটে গেল রাত, দিন
বছরের পর বছর, যুগের পর যুগ।
আজ আমরা দুই ভিন জগতের মানুষ
সময়ের স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে গেছে
পৃথিবীর দুই প্রান্তে। মনের তার আজ বড়ই বেসুরো
ঐক্যতানে গাইবে না আর কোন দিন।
শুধু আকাশের গায়ে বাঁকা চাঁদ
কালেভদ্রে রক্তে তুলে তুফান।
ভাবি এই বুঝি বলবে
“যদি বলতে পার আজ কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ
তোমার ঠোঁটে চুমু দিয়ে বলব – ভালবাসি।“
পক্ষের পর পক্ষ পেরিয়ে যায়
বুড়ি হয়ে যায় চাঁদ।
আমাদের আর ভালবাসা হয় না, বলা হয় না ভালবাসি।
শুধু আকাশের তারারাই অপেক্ষায় থাকে।
আমাদের অপেক্ষাগুলো এখন এতই ক্লান্ত যে
অপেক্ষা করতেও ভয় পায়।
অপেক্ষায় ক্লান্ত তারাগুলো কখন যে হারিয়ে গেছে
ভোরের আলোয়।
ঠিক যেমনটা ভুতেরা পালিয়ে যায়
সূর্যের প্রথম আলোর রেশে!
কী যাদুকরী শক্তিই না ছিল সেই “চলো”য়!
স্বপ্নের ঘোরে কেটে গেল রাত, দিন
বছরের পর বছর, যুগের পর যুগ।
আজ আমরা দুই ভিন জগতের মানুষ
সময়ের স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে গেছে
পৃথিবীর দুই প্রান্তে। মনের তার আজ বড়ই বেসুরো
ঐক্যতানে গাইবে না আর কোন দিন।
শুধু আকাশের গায়ে বাঁকা চাঁদ
কালেভদ্রে রক্তে তুলে তুফান।
ভাবি এই বুঝি বলবে
“যদি বলতে পার আজ কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ
তোমার ঠোঁটে চুমু দিয়ে বলব – ভালবাসি।“
পক্ষের পর পক্ষ পেরিয়ে যায়
বুড়ি হয়ে যায় চাঁদ।
আমাদের আর ভালবাসা হয় না, বলা হয় না ভালবাসি।
শুধু আকাশের তারারাই অপেক্ষায় থাকে।
আমাদের অপেক্ষাগুলো এখন এতই ক্লান্ত যে
অপেক্ষা করতেও ভয় পায়।
No comments:
Post a Comment