Tuesday, July 3, 2018

থাকা না থাকা

না থাকাটাই যখন 
আমার থাকা
না পাওয়াটা পাওয়া
আর না চাওয়াটা চাওয়া
দুখের বনে ফোটে আমার
সুখের ছোট্ট ফুল
কুলহারা এই সাগর মাঝেই
রয়েছে মোর কুল
বিশাল গহন কাল মেঘ
মাথার উপর ছাতি
দূর আকাশের লাল তারাটা
আমার মোমবাতি
লক্ষ লোকের মাঝেও আমি
থেকেও যেন নেই
হাজার না এর মধ্যে আমি
ছোট্ট একটা হ্যাঁ
পথটা সহজ সরল তবু
চলন আঁকাবাঁকা
না থাকাটাই আজকে আমার
ভীষণ রকম থাকা।
দুবনা, ০৩ জুলাই ২০১৮



No comments:

Post a Comment