Sunday, December 21, 2025

টেক্কা

অনেক সময় অন্যের গুয়ের দুর্গন্ধের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ নিজে হাগে। শুঁকতে যদি হয় তাহলে নিজের গু শুঁকে। শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী গন্ধ থেকে মুক্তি পাবার জন্য বর্তমান সরকার ও কিছু কিছু দল যা করছে তা হাসিনার স্বৈরাচারী ব্যবস্থাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। আগের সবকিছু ছাড়িয়ে যাওয়া - এটাই নতুন বন্দোবস্ত। গুন নয় সংখ্যা - এটাই পরবর্তী ধাপে ওঠার একমাত্র উপায়। মহত্ত্বে নয়, হিংস্রতায় টেক্কা দেয়া - এটাই মূল মন্ত্র।

মস্কো, ২১ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment