১) ভারত বিরোধী ও ভারতপন্থী ;
২) পাকিস্তান বিরোধী ও পাকিস্তান পন্থী;
৩) বাংলাদেশ বিরোধী।
বাংলাদেশ বিরোধী বলতে আমি তাদেরই বুঝি যারা
১) একাত্তরের মুক্তিযুদ্ধ,
২) বাহাত্তরের সংবিধান ও
৩) স্বাধীনতার স্থপতি হিসেবে শেখ মুজিবকে অস্বীকার করে।
সবচেয়ে যেটা অবাক করে তা হল বাংলাদেশ পন্থীদের মানে যারা উপরের তিনটি ধারাকে প্রশ্নাতীত ভাবে স্বীকার করে, তাদের অনুপস্থিতি।
এমতাবস্থায় দেশ ও দেশের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ আছে কি?
দুবনা, ০৫ ডিসেম্বর ২০২৫
No comments:
Post a Comment