মস্কোর পথে, ২০ ডিসেম্বর ২০২৫
Saturday, December 20, 2025
প্রশ্ন
মানুষের পরাজয় শুরু হয় নিজের লোভ আর ঈর্ষার কাছে পরাজয় দিয়ে। ক্ষমতার লোভে, অর্থের লোভে কত মানুষ যে নিজের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে পরিণামে নিজের, সমাজের, দেশের অপূরণীয় ক্ষতি করে তার ইয়ত্তা নেই। আচ্ছা যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করে, নিজেদের ২৪ এর অভ্যুত্থানের পরিকল্পক বলে দাবি করে তারা সবাই কি এই বাংলাদেশ চেয়েছিল যেখানে চাইলেই কাউকে পুড়িয়ে হত্যা করলে বা হত্যা করে পুড়ালেও বিচার এড়ানো যায়, চাইলেই পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠনের বা রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেয়া যায়? এই যে আপনাদের নীরব সমর্থনে অন্যের অফিস পুড়ছে, অন্যের সন্তান মরছে, সেখানে আপনার অফিস, আপনার সন্তান নিরাপদ তো?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment