Thursday, December 25, 2025

সব না শব

মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। বুদ্ধিমানেরা শিক্ষা নেয় অন্যের অভিজ্ঞতা থেকে, বোকারা নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়।‌ অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া সময় সাপেক্ষ, অনেক সময় ব্যয়বহুল।‌ নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া তাৎক্ষণিক ও ঝুঁকিপূর্ণ। মতিউর রহমান, মাহফুজ আনামরা অন্যদের বিশ্বাস করেন না, তাই নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবার চেষ্টা করছেন। আশা করি উচিৎ শিক্ষা জুটবে তাদের কপালে। শিক্ষাই সব। আজকাল দেশে শিক্ষা মানে শব।

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment