Saturday, December 13, 2025

জীবন

খুব সম্ভবত প্রমথ চৌধুরী লিখেছেন যে যৌবনে কমিউনিস্ট আর বার্ধক্যে সন্ন্যাসী না হলে জীবন অপূর্ণ থেকে যায়। (সঠিক বাক্যটি মনে করতে পারছি না)। এখন বিভিন্ন কর্মকাণ্ড দেখে মনে হয় যৌবনে বামপন্থী, মাঝ বয়সে আওয়ামী লীগ - বিএনপি আর শেষ জীবনে জামায়াতে যোগ না দিলে বাঙালি মুসলমানের রাজনৈতিক জীবন অসম্পূর্ণ থেকে যায়।‌

দুবনা, ১৩ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment