Sunday, December 7, 2025

অনুভূতি

যাচ্ছিলাম আরিয়ানের সাথে দেখা করতে মেট্রো এয়ার পোর্টে। ও দেশ থেকে আমার জন্য একটা প্যাকেট নিয়ে এসেছে। 
ইদানিং পায়েরা আর শরীরের ভার তেমন বইতে চায় না। আলসেমি করে। ওদের এই দশা দেখে পদোন্নতির আশা ছেড়ে দিয়েছি অনেক দিন। যাহোক দেখলাম দুই মধ্যবয়সী ছেলের মাঝে সীটটা একেবারে বেদখল হয়ে যায়নি। তাই বসে পড়লাম। জীবনে প্রথমবারের মত নিজেকে বেশ মোটাসোটা মনে হল। শুনেছি বড়লোকদের সাথে ওঠাবসা করলে নিজেকে বড়লোক মনে হয়। এখন দেখি মোটাসোটা মানুষের মাঝে বসলেও নিজেকে মোটাসোটা মনে হয়। যারা নিজেদের কাবু মনে করেন এটা ট্রাই করতে পারেন। 

মস্কো, ০৭ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment