Sunday, December 7, 2025

প্রশ্ন

ফেসবুকে এক মোল্লার বয়ান শুনলাম, - "যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাক।" মনে পড়ে গেল ২০২৪ এর জুলাই আগস্টের কথা। সেখানেও সোনার বাংলা, ধনে ধান্যে পুষ্পে ভরা এসব গান গেয়ে আন্দোলনকে এগিয়ে নিয়েছিল একাত্তরের পরাজিত শক্তি। এভাবেই রবীন্দ্রনাথ সহ পঞ্চ কবির গান, শেখ মুজিবের ভাষণ নকল করে রাজাকাররা মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় আসে এদেশের মাটি থেকে রবীন্দ্রনাথ, মুজিবদের নাম মুছে ফেলার জন্য। ধর্মের নামে মিথ্যাচার করে দিনের শেষে এরা ধর্মকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। এরা যদি বিশ্বাসঘাতক ও ধর্মদ্রোহী না হয় তবে কে?

মস্কোর পথে, ০৭ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment