Monday, December 22, 2025

দুঃশাসন

কয়েক জন বিচারপতি ব্যতীত বাংলাদেশের সরকার প্রধানদের কেউই আহামরি উচ্চ শিক্ষিত ছিলেন না। তাদের সময় সুশাসন না থাকলেও আজকের মত লাগামহীন দুঃশাসন ছিল না। ডঃ ইউনুস এসে প্রমাণ করলেন যে শিক্ষা সুশাসনের গ্যারান্টি নয়। দুঃশাসন আমাদের জাতীয় বৈশিষ্ট্য। হয়তো এর সাংবিধানিক রূপ দেবার সময় এসেছে।

দুবনার পথে, ২২ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment