অনেক অমিলের পরেও ইউনূস সরকার বা জামায়াত শিবির এবং বামপন্থী বিশেষ করে সিপিবির মধ্যে একটা গভীর মিল বা মিতালী আছে। উগ্র ডানপন্থীরা আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হতে বা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না আর বামেরা স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবিলায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের কর্মীদের সাথে কোন আঁতাত করতে চায় না। ঘটনা দুটি কাকতালীয় হলেও গন্তব্য এক। এবং সেটা মৌলবাদের ক্ষমতায়ন - বামপন্থী মৌলবাদ নয় চরম দক্ষিণপন্থী।
দুবনা, ১০ ডিসেম্বর ২০২৫
No comments:
Post a Comment