কথায় আছে গাছে কাঁঠাল গোঁফে তেল। তবে বাংলাদেশের নির্বাচন যদি গাছ হয় তবে এখনও সেটা শুধুই পরিকল্পনায়, জায়গা দেখা হচ্ছে, এরপর মনমতো নার্সারি থেকে চারা কেনা হবে তারপর তো গাছ লাগানো। এদিকে সব দল নির্বাচনে প্রার্থী দিয়ে বসে আছে। আমেরিকায় দলের ভেতরে আগে প্রাইমারি নির্বাচন হয়। কে জানে বাংলা-পাকি-আমেরিকান রিয়াজালী এখানেও সেটা চালু করতে চাইছে কিনা? তবে নির্বাচন নিয়ে যারা জীবনেও জিততে পারবে না এরকম হবু প্রার্থীদের উত্তেজনা দেখে ভালোই লাগছে।
দুবনা, ০৫ ডিসেম্বর ২০২৫
No comments:
Post a Comment