Sunday, December 28, 2025

শুভ বুদ্ধি

অনেক পুরুষ দেখেছি যারা সুযোগ পেলেই স্ত্রীর নিন্দা করে। আবার অনেক মহিলা দেখেছি যারা স্বামীর নিন্দায় পঞ্চমুখ। এটা মনে হয় তাদের জন্য এক ধরণের বিনোদন। কারন এরপরও তারা পাশাপাশি থাকে, বিবাহ বিচ্ছেদ করে অন্যত্র চলে যায় না। বাংলাদেশের রাজনীতিও ঠিক তেমন। এখানে ভারত বিরোধিতা এক ধরণের বিনোদন, এমনকি অস্তিত্ব রক্ষার কবচ। অথচ এরা চাইলেও একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে পারবে তো নাই, এমনকি অস্তিত্ব রক্ষার জন্যই একে অপরের উপর বিভিন্ন ভাবে নির্ভরশীল। একে অন্যকে ছাড়া থাকাটা যদি এতই বিপদসংকুল হয় তাহলে বন্ধুত্ব না করলেও শত্রুতা পরিহার করাই কি বুদ্ধিমানের কাজ নয়? পাশাপাশি অবস্থান যদি অনিবার্য হয় তবে সেটাকে যতদূর সম্ভব মধুর ও পরস্পরের জন্য আনন্দময় করাই তো প্র্যাগমাটিক। অন্যায় ঢিলটি দিলে পাটকেলটি খাওয়ার সম্ভাবনা এড়িয়ে যাওয়া মুস্কিল। শুভ বুদ্ধির উদয় হোক!

মস্কো, ২৯ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment