Thursday, January 1, 2026

অঙ্গীকার

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে মর্ত্যে না করে কি উপায় আছে? হ্যাঁ, বছরের পয়লা দিন ভাত নিজে পুড়ে আমাকে বুঝিয়ে দিল নিয়তির লিখন না যায় খন্ডন। তা ভাত যদি পুড়ে সুখ পায় আমারই বা দুঃখ পাবার কী আছে? ভাতের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে আমি ২০২৬ সালেও ওকে পুড়তে সার্বিক ভাবে সহযোগিতা করব। আপনারা স্বাক্ষী রইলেন।

দুবনা, ০১ জানুয়ারি ২০২৬

No comments:

Post a Comment