Friday, January 16, 2026

উপহার

ট্রাম্প ও মাচাদোকে অনেক ধন্যবাদ, যাকে বলে হাজার শুকরিয়া। এতদিন জানতাম পুরস্কার বা দানের জিনিস কাউকে দান করা যায় না। এরা সেই স্টেরিওটাইপ মুছে দিলেন। কত লোকের কত পয়সা বাঁচবে, কত লোকের ঘরে জমে থাকা অপ্রয়োজনীয় পুরস্কারগুলো নতুন করে জীবন ফিরে পাবে। এমনিতেই কি বলে 
যেখানে দেখিবে ছাই 
উড়াইয়া দেখ তাই 
পাইলেও পাইতে পার
অমূল্য রতন।

দুবনা, ১৭ জানুয়ারি ২০২৬

No comments:

Post a Comment