"পরিবর্তনই একমাত্র সত্য বা সবকিছু পরিবর্তনশীল।" যেকোন মার্ক্সবাদী এটা মনে প্রাণে বিশ্বাস করে, এটা মানে। মানে, কারণ গুরু মার্ক্স এটা বলেছেন। কিন্তু ধার্মিকদের মত তারাও এ ব্যাপারে ডগম্যাটিক। এই বাক্যে বিশ্বাস করলেও নিজেদের বদলাতে রাজী নয়। রাজনীতিতে যে অধিকাংশ বিষয় ইস্যু ও পরিস্থিতি ভিত্তিক সেটা মানতে রাজি নয়। স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতার চেয়েও দেশের স্বার্থ যে বৃহত্তর সেটা মানতে রাজি নয়। আমার অবাক লাগে সিপিবির গুরুত্বপূর্ণ নেতাদের ভারত বিরোধিতা দেখে। এক্ষেত্রে তারা জামায়াত শিবিরকেও হার মানায়। অথচ সেখানেও তাদের বন্ধু সংগঠন আছে, আছে কোটি কোটি সাধারণ মানুষ, প্রায় সর্বহারা জনতা যাদের বন্ধু হিসেবে তারা নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। কমিউনিস্ট পার্টি তো কোন এক দেশের নয়, এটা এক বৃহত্তর আন্তর্জাতিক চেইনের একটি অংশ মাত্র।
মস্কোর পথে, ০২ জানুয়ারি ২০২৬
No comments:
Post a Comment