Sunday, December 14, 2025

গ্রামীণ

সাংবাদিক আনিস আলমগীরকে নাকি ডিবি গ্রেফতার করেছে। একজনের প্রশ্ন উনি আবার কি করলেন? যতদূর জানি উনি বিরিয়ানি পছন্দ করেন। অনেক দিন ভাত খাননি। আমাদের ডিবিরা তো সাধারণত ভাত খাওয়ানোর জন্য মানুষ গ্রেফতার করে। রুশরা বলে
- এসবই হত হাসির বিষয় যদি না হত এত কষ্টের! 
এটাই গ্রামীণ শাসন! মোড়ল যা বলে সেটাই আইন।‌

কে যেন লিখেছে তাকে বিনা মামলায় গ্রেফতার করা হয়েছে। এটা তো পাগলকে গাছ নাড়াতে না বলা। ভয়ে আছি তার বিরুদ্ধে শ' খানেক খুনের মামলা দায়ের করা না হয়!

মস্কো, ১৪ ডিসেম্বর ২০২৫

No comments:

Post a Comment