কয়েকটি ইউরোপীয় দেশ তাদের রাষ্ট্রদূতদের মাধ্যমে পুতিনের ভারত সফর নিয়ে উষ্মা প্রকাশ করেছে। শক্ত মেরুদণ্ডের অধিকারী কোন দেশ এখন আর পুরানো জমিদারদের কথা কানে তোলে না, শুধু ভদ্রতার খাতিরে এড়িয়ে যায়। আর যারা মেরুদণ্ডহীন তারা এ নিয়ে দুকথা বলে পুরানো মনিবদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আর এই সুযোগে উঠতি মেরুদের বিরুদ্ধে দুকথা বলে নিজেদের নপুংশতা ঢাকার চেষ্টা করে।
দুবনা, ০৪ ডিসেম্বর ২০২৫
No comments:
Post a Comment