Sunday, September 28, 2025

সাম্য

আইন ভালো না মন্দ তারচেয়েও বেশী জরুরী আইনের সুষম প্রয়োগ মানে এমন ভাবে প্রয়োগ যাতে আইনের চোখে সবাই সমান এই নীতির লঙ্ঘন না হয়। সম্পদের সুষম বন্টন (অবশ্যই কাজের ভিত্তিতে যাতে একই রকম কাজের জন্য দুই জন দুই রকমের ফল না পায়) যেমন সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য জরুরী ঠিক তেমনি জরুরী আইনের সুষম প্রয়োগ। সেটা হয় না বলেই সমাজে বিভিন্ন রকমের দুর্নীতির আবির্ভাব ঘটে।

মস্কোর পথে, ২৮ সেপ্টেম্বর ২০২৫

1 comment:

  1. মন্দ আইনের তো সুষম বন্টন হয় না।

    ReplyDelete