পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নবম প্যাকেট স্যাঙ্কশন আরোপ করতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা বলে এতে করে পশ্চিমা বিশ্ব নিজের উপরই স্যাঙ্কশন আরোপ করছে। এটা অনেকটা বাচ্চাদের বাবা মাকে কষ্ট দেবার জন্য অনশন ধর্মঘট পালন করার মত। আত্মঘাতী গোল খাবারও একটা মাত্রা আছে। ইউরোপ এখন স্যাঙ্কশনের ঘোরে মাতাল।
দুবনা, ০৮ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment