Wednesday, December 28, 2022

ফেস না বুক?

আজকাল ফেসবুকের প্রতি পদে পদে দোয়া আর আশির্বাদের ছড়াছড়ি। একদল এসব চাইছে। আরেক দল অকাতরে বিলিয়ে বেড়াচ্ছে। এসব দেখে প্রায়ই বুঝে উঠতে পারি না এ কোথায় আমি- এয়ারপোর্টে বা আশির দশকের গুলিস্থানে ভিখিরিদের মাঝে নাকি কোন মন্দির মসজিদ গির্জা প্যাগোডা বা সিনেগগে সাধু সন্তদের ভিড়ে। ফেসবুক ছিল মুখের বই, আমাদের অতি আগ্রহে হয়ে যাচ্ছে মুখের হৃদয় বা মন।

দুবনা, ২৯ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment