Monday, December 5, 2022

মৌলবাদ

আগাছা সমূলে উৎপাটন করতে হয়। উপর থেকে কাটলে সাময়িক স্বস্তি মেলে কিন্তু আগাছা নতুন করে গজায়। 

মৌলবাদ হল অন্যের মতামতকে, অন্যের জীবন দর্শনকে গ্রহন না করা। যদি কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখায় তাকে ধ্বংস করা। ইরান দুর্বল দেশ। তাকে মৌলবাদী বলার জন্য সাহসের দরকার নেই কিন্তু আমেরিকাকে মৌলবাদী বলা যাবে না এমনকি তার গণতান্ত্রিক মিসাইলের চুম্বনে যদি হিজাবী বা হিজাব বিহীন হাজার হাজার মানুষ মারাও যায়। কারণ আমাদের ভালমন্দ, আমাদের টিকে থাকা অনেকটাই নির্ভর করে আমেরিকার প্রসন্ন দৃষ্টির উপর।

চুনোপুঁটিদের মুন্ডু চান ভালো কথা তবে সেই সাথে রাঘব বোয়ালরা নিপাত যাক বলতে ভুলবেন না। নাহলে প্রতিবাদটা সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে বলে মানুষ ভুল বুঝতে পারে।

দুবনার পথে, ০৫ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment