Sunday, December 25, 2022

অনিশ্চিত নিশ্চয়তা

ধর্ম গ্রন্থ কোন বিষয়ে যেখানে শেষ কথা বলে বিজ্ঞান সেখানে প্রশ্ন করে শুরু করে নতুন পথ যাত্রা। যারা নিশ্চয়তা খোঁজে তারা তাই যায় ধর্মের বা বিশ্বাসের পথে। বিজ্ঞানের পথে তারাই যায় যারা অনিশ্চিয়তা পছন্দ করে, যারা নিজেদের মত করে জীবন গড়তে চায়, জীবন উপভোগ করতে চায় আর রিস্ক নিতে চায়। এটা ভালো বা মন্দ কিছু নয়। এটা মাইন্ড সেট। মানুষ যেমন চিন্তা ভাবনার ক্ষেত্রে হিউম্যানিটারিয়ান বা এনালিটিক্যাল হয়, সে তেমনি করেই বিশ্বাস প্রবণ বা সন্দেহ প্রবণ হয়। 

মস্কো, ২৬ ডিসেম্বর ২০২২


No comments:

Post a Comment