আজই প্রথম মন দিয়ে ফুটবল দেখলাম এবারের বিশ্বকাপে। শেষ ৩০ মিনিট। যে দলই জিতুক তার জন্য খুশি আর পরাজিত দলের জন্য কষ্ট। আসলে দুদলেরই ভালো খেলা উপভোগ করেছি। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন ফ্রান্স। শত বিতর্ককে দূরে ঠেলে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য ফুটবলকে ধন্যবাদ।
মস্কো, ১৮ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment