Monday, December 5, 2022

ইচ্ছা

কখনও কখনও কিছু কিছু মানুষকে গাধা বলে গালি দিতে প্রচন্ড ইচ্ছে করে। পরে বুঝি সেটা করলে গাধাকে অপমান করা হবে আর একটা গালির অপব্যবহার করা হবে। তাহলে কী নামে এদের ডাকা যায়? মানুষ নামে। কারণ একমাত্র মানুষের পক্ষেই এ ধরণের গাধামী করা সম্ভব।

দুবনা, ০৬ ডিসেম্বর ২০২২


No comments:

Post a Comment