এক সময় আমরা সৌদি আরব কর্তৃক দেশে দেশে জঙ্গি ইসলাম রপ্তানির কথা বলতাম। এর নিন্দা করতাম। এখন আমেরিকা দেশে দেশে জঙ্গি গণতন্ত্র রপ্তানি করছে। জঙ্গি উপায়ে, মানে মিসাইলে করে আর রপ্তানি করছে জঙ্গি গণতন্ত্র। কারণ এদের কাছে অন্য মতামতের কোন মূল্য নেই - এরা মৌলবাদী গণতন্ত্রী। সৌদি আরবে সালাফিজমের জন্ম উনিশ শতকে। গণতন্ত্রের আমেরিকান ভার্সন জন্ম নিয়েছে গত শতকে। সালাফি গণতন্ত্র।
দুবনা, ২৩ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment