বাংলা অঞ্চলে বিভিন্ন সময়ে বিখ্যাত শাসকের অভাব ছিল না। শশাঙ্ক, ধর্মপাল, বল্লাল সেন, আলাউদ্দিন হোসেন শাহ, ঈসা খাঁ, কেদার রায়, শায়েস্তা খান, আলিবর্দী খান.....। সে তুলনায় সিরাজ-উদ-দৌলার শাসন কালের সময়সীমা একেবারেই নগন্য আর শাসক হিসেবে তাঁর তেমন কোন কীর্তি নেই বললেই চলে শুধু মাত্র মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের কাছে রাজ্য খোয়ানো ছাড়া। পরাজয়ই কি সিরাজের জনপ্রিয়তার একমাত্র কারণ? এটাই কি জীবনে মালা না পেয়ে মরণে ফুল পাওয়া?
দুবনা,১০ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment