ছোটবেলার একটা ধাঁধা ছিল এরকম
খালি পেটে কয়টা রুটি খেতে পারবি?
তিনটে।
হল না।
কেন?
একটাও খেতে পারবি না।
সে আবার কী কথা?
কারণ একবার রুটিতে কামড় দিলেই পেট আর খালি থাকবে না।
সব দেখে মনে হয় আমাদের শিক্ষাও অনেকটা এরকম। দু লাইন লিখতে বা পড়তে শিখলেই আমরা শিক্ষিত।
দুবনা, ২১ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment