অনেক দিন বই পড়া হয়না। মাস খানেক তো হবেই। এরকম আগে কখনো হয়েছে বলে মনে করতে পারছি না। আমি সাধারণত কিছুক্ষণের জন্য হলেও প্রতিদিন বই পড়ি। মানে গল্পের বই। দূরপাল্লার রাস্তায়, এখন মূলতঃ দুবনা মস্কো দুবনা, কারো জন্য অপেক্ষা করার সময় আর রাতে ঘুমানোর আগে। তবে ইদানিং এসব সময়ে পড়ছি হয় পদার্থবিজ্ঞান না হয় যুদ্ধ পরিস্থিতির উপর বিভিন্ন আর্টিকেল। যুদ্ধ কি জীবনের প্রায়োরিটি বদলে দিচ্ছে? কারণ পদার্থবিজ্ঞানের উপর পড়াশোনা এটা আমার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আর গল্প, উপন্যাস এটা নিজেকে মানসিক ভাবে চাঙ্গা রাখতে, মনের শান্তির জন্য। যুদ্ধের উপর পড়া এটা মনে হয় মানসিক অস্থিতিশীলতা, যুদ্ধের কারণে মনে যে হাজারো প্রশ্ন জাগছে তার উত্তর খোঁজা।
দুবনা, ১৮ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment