Thursday, December 15, 2022

ক্ষমতা

"ক্ষমতা মানুষকে নষ্ট করে আর চরম ক্ষমতা মানুষকে চরম ভাবে নষ্ট করে" জন আকটনের এই বাক্য আমরা সাধারণত মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করি। কিন্তু যখন সেই চরম ক্ষমতার অধিকারী হয় কোন রাষ্ট্র - তখন? আজ বিশ্বের এই চরম দুর্গতির পেছনে রয়েছে একটা রাষ্ট্রের চরম ক্ষমতা। একজন মানুষের যখন প্রচুর টাকা পয়সা ধন দৌলত থাকে সে ইচ্ছে করলে অন্যকে ছোট না করেও সেটা জাহির করতে পারে তার বাড়ি গাড়ি পোশাক পরিচ্ছদের মধ্য দিয়ে, কিন্তু ক্ষমতার প্রকাশ করা যায় শুধুমাত্র অন্যের অধিকার খর্ব করে। ক্ষমতার বৈশিষ্ট্যই এই - অন্যকে ছোট করা, অন্যের উপর ছড়ি ঘোরানো। তাই ক্ষমতার চর্চা সব সময়ই অসন্তোষের জন্ম দেয় আর চরম ক্ষমতা জন্ম দেয় চরম অসন্তোষের। আর এটাই অনিবার্য করে তোলে সংঘাত।


দুবনা, ১৫ ডিসেম্বর ২০২২ 




No comments:

Post a Comment