নারদ মুনি ছিলেন স্বর্গবাসী, স্বর্গের সভাকবি। আবার তিনি ঝগড়াটে বলেও বহুল পরিচিত। পরস্পরবিরোধী বিভিন্ন দোষ গুনে যে মানুষ সে সব বিষয়ে সঠিক হবে সেটা ভাবা তাই ভুল। নেতা হোক আর গুরু হোক কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই তাদের আদেশ, উপদেশ পালনের আগে প্রশ্ন করুন, ভাবুন আপনার জন্য সেটা কতটুকু প্রযোজ্য।
দুবনা, ২৭ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment