গ্রামে একটা কথা ছিল - ঘোমটা দিতে গিয়ে পেছন উদলা (উলঙ্গ)।
খবরে ব্রিটেনের একটা প্রোগ্রামের কিছুটা দেখালো। যদি সত্য হয় তবে ব্রিটেনে অনেক মহিলা সংসার চালানোর জন্য সেক্স ইন্ডাস্ট্রির শরণাপন্ন হচ্ছে। আর এই দারিদ্র্যের প্রধান কারণ রাশিয়াকে যুদ্ধে নামানো আর তার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার স্যাঙ্কশন। গণতন্ত্রের জন্য নারীর অধিকার বা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার যদি বলি দিতে হয় তাতে কি কারো কিছু আসে যায়? ঘোমটা বলে কথা। হায়রে গণতন্ত্র!
দুবনা, ০৪ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment