শহীদ বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসে অনেকেই বলেন একাত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা হারিয়েছি। এতে অত্যুক্তি কিছু নেই। তবে একই সাথে এই আশা জেগে ওঠে যারা শহীদদের এভাবে সম্মান করতে পারে তারা নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করবে নিজেদের যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলতে। কিন্তু দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হয় কথাগুলো তারা শুধু বলেন না, বিশ্বাস করেন আর বিশ্বাস করেন যে তাদের পক্ষে ঐ উচ্চতায় ওঠা কোন ভাবেই সম্ভব নয়। মানে একাত্তর শুরু নয়, এটা ছিল বাঙালি জাতির শীর্ষ বিন্দু যেখান থেকে আর উপরে ওঠা যাবে না, এবার শুধু নামার পালা। অর্থনীতি জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ তবে জাতীয় বৈশিষ্ট্য নয়। যা কিছু জাতীয় বৈশিষ্ট্য মানে ভাষা, সাহিত্য, সংস্কৃতি - এসব বিচারে আমরা আজ সত্যিকার অর্থেই নিম্নগামী।
দুবনা, ১৮ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment