ক্ষমতা ক্ষমতাই। তার একটা আলাদা শক্তি, আলাদা চার্ম আছে। আর এটা আছে বলেই সে অধিকাংশ মানুষকে বশীভূত করতে পারে। তাই যত ছোটই হোক কোন পদ যদি কাউকে একজন মানুষের উপর ছড়ি ঘোরাতে দেয় সেটাকে সে আকড়ে ধরে। পরিবারে এটা হর হামেশাই দেখা যায়। এ থেকেই জন্ম নেয় কমিটি সর্বস্ব সংগঠন। এ থেকেই যে কোন পদে আজীবন বসে থাকার স্পৃহা।
দুবনা, ১৩ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment