Sunday, December 18, 2022

বাজি

অনেকের মত আমিও বাজি ধরেছিলাম - সাডেন ডেথে খেলা গড়াবে আর ১১ জন খেলোয়াড় শ্যুট করেও মীমাংসা করতে পারবে না। বাজি ছিল নিজের ডান পকেটের সাথে বাম পকেটের। খেলা শেষে দেখি মানি ব্যাগ জ্যাকেটের পকেটে আর জ্যাকেট হ্যাঙ্গারে ফাঁসিতে ঝুলছে। খেলার মীমাংসা হল তাই বাজি অমীমাংসিত রয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

মস্কো, ১৮ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment