Sunday, December 25, 2022

হিস্যা

আমাদের সময় গ্রামাঞ্চলে বার্থ সার্টিফিকেটের বালাই ছিল না। ফলে আমার জন্ম ২৫ ডিসেম্বর হলেও খাতাকলমে ০২ জানুয়ারি। মনিকা ঠিক বুঝতে পারল না এটা কিভাবে সম্ভব। আমি বললাম সমস্যা হবে নরকের দারোয়ানদের। অফিসিয়াল ডকুমেন্টে আমার যখন ৬০, বাস্তবে হবে ৫৯ বছর ৭ দিন। তাহলে আমার আয়ু কোন হিসেবে হবে? আর যদি ভুল করে আমাকে অফিসিয়াল ডকুমেন্ট দেখে মেরে ফেলে আর আমি যদি মামলা করি তাহলে কি আমাকে পৃথিবীতে ফেরত পাঠাবে নাকি নরকের গেটে হাজতে রাখবে? ভগবান হওয়া এত সহজ নয়। বিশেষ করে স্কুলের মাস্টারমশাইরা যখন ছাত্রদের জন্মদিন ভুলভাল লেখে।

মস্কো, ২৫ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment