Friday, January 31, 2020

স্বর্গের রূপ

যদি স্বর্গ থেকেই থাকে সে দেখতে কেমন হবে?
সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক।
কেন এমন ভাবছ?
দেখ স্বর্গকে এই যে মূলা বা গাজরের মত করে হাজার হাজার বছর ধরে মুখের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে তাতে আগে যাই থাকুক না কেন এখন ও ঠিক মূলা বা গাজরের মত হয়ে গেছে।

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২০


No comments:

Post a Comment