Friday, January 17, 2020

হুজুরেওয়ালা

মাঝে মধ্যে এমন হয় যে আমরা কোন একটা শব্দে আটকা পড়ে যাই। গত কয়েকদিন যাবত এরকম একটা শব্দে আটকে গেছি আমি। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দটা গুরুত্বপূর্ণ। আচ্ছা গুরুত্বপূর্ণ মানে তো যার গুরুত্ব আছে, তাই না? আর গুরুত্ব এটা তো গুরু থেকে। মানে যে নিজেকে যত বড় গুরু মনে করে বা লোকে যাকে যত বড় গুরু মনে করে, সেই তো গুরুত্বপূর্ণ। ঠিক? তাহলে ব্যাপারটা দাঁড়ালো গিয়ে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বে টইটম্বুর। আর গুরুত্ব আসে গুরুগিরি থেকে। কিন্তু দেশে তো আজকাল গুরুর আকাল, চারিদিকে শুধুই হুজুর আর হুজুর। ভেবে দেখার সময় এসেছে গুরুত্বপূর্ণকে কিভাবে হুজুরদের সাথে একাকার করে দেওয়া যায়। এরকম শব্দ হতে পারে হুজুরত্বপূর্ণ বা হুজুরেওয়ালা। আপনি কি ভাবছেন?

দুবনা, ১৭ জানুয়ারি ২০২০
 
 

No comments:

Post a Comment